আমি অনেক কিছুই দিতে চাই,
পারি না ঘট শূন্য বলে।


যদি বা কিছু রাখি,
যে যার ইচ্ছেমতই ভাবে।


দাঁড়কাকের ঠোঁটে শ্লেট পেন্সিল
মানে না কোনো ল।
হযবরল!


আমার সব ভাবনা জড়ো করে দেখি,
ভাববো বলে যা রেখেছিলাম গোপনে,
শুকিয়ে কাঁঠালের আমসত্ত্ব!


কল্পবিলাসী মন তবু -
খুঁজে ফেরে পরশ পাথর,
ক্ষেপার মতোই।


আর আমি একলা নিভৃতে বসে,
উড়বো বলে স্বপ্ন এঁকে যাই
আকাশের নীলে।