অনেক ভেবেও জালে মাছ নেই।
প্রতিটি দিনই হিসেব চাইছে,
কার জন্যে কতটুকু ছাড়লাম!
বাদীপক্ষে বাদশাহী প্রশ্ন, তবু
নিরুপায় দৃশ্য শিকারে আবদ্ধ।


প্রাত্যহিক দৃশ্যের অভাবে নয়,
চেতনাতে হয়নি কোনো ঘাটতি।
প্রেমের দুচোখে বিচ্ছুরিত প্রাণ,
অবকাশ হাতছানি দিয়ে ডাকে।
তবুও মন সাড়ম্বরে নির্লিপ্ত।


ভাঁটামুখী নদী পলি নিয়ে আসে,
প্লাবন অভাবে নৌকার স্তব্ধতা।
বসে আছি পাল তুলে যদি মেলে
একটু বাতাস, মন ভরে শ্বাস নিয়ে
যাত্রা শুরু করি ফের অনিমিখে।