ছেলেবেলা থেকেই
আমি ফালতু চিন্তা করি।
ট্রেনে যেতে যেতে
সকলের নাক মেলাতাম
দুটি অবিকল নাক কখনো দেখিনি।


সে কি আমার দেখার ভুল?
না কি মনের মতই,
নাকও মেলে না,জানি না।
বে-আক্কেলে মনগুলোও কারো এক নয়।


তবে নাক অবশ্য বিচারে উঁচু,
ইচ্ছেমতো পাল্টি খায় না,মনের মত।
বদলায়, তবে ধীরে ধীরে সময় দেয়।
আসলে পৃথিবীতে কোনো দুটি বস্তুই এক নয়।


মুখে যে যাই বলুক
সম নীতিতে বাঁধা সম্ভব নয়,
বাঁধলে বিপর্যয় অবশ্যম্ভাবী।
কিন্তু কোনো চারাগাছ,
যখন নতুন সংসারেতে বাঁধো বলতো,
কজনে এটা মনে রাখো?