সকাল থেকেই অসহ্য যন্ত্রণা।
বছরের বোঝা আজ একদিনে,
দীর্ঘ পরিক্রমা কয়েক ঘন্টায়
হাজির হয়েছে - ব্যথা অফুরান।
স্মৃতির দরজা ফাঁক করলেই
ভুতুড়ে এক অন্ধকারে অতীত।
অথচ ধবধবে সাদা সচ্ছতা
নিয়েও বেশ কিছুদিন তো ছিলো!


এমনই হয়। আমাদের মন
না পাওয়া যন্ত্রণা আঁকড়ে রাখে।
কিন্তু আনন্দের দিন, মনে করে
হকের পাওনা - তাই ভুলে যায়।
ঘড়িবাবু তার কাজ করে যায়,
টিকটিক যাত্রা নিত্য নিয়মিত।
বছরের ভার মাথায় চাপিয়ে
কখন তা মুহুর্তে এলো, কে জানে?


চমকে রাতটা বদল ঔজ্জ্বল্যে!
আতশবাজির দীপ্ত ফোয়ারায়,
নিমেষে সব ক্লান্তি আলোয় মুক্ত।
জানালাতে মুখ রেখে চেয়ে থাকি।
দূরের গীর্জায় ঘন্টার ঢং..ঢং..ঢং..।
মনের দরজা খুলে নয়া রঙ।
প্রার্থনা সুরে আবার ভরে মন,
আসে নবীনের নয়া হাতছানি।


সবুজের প্রতিশ্রুতি নিয়ে আজ,
নববর্ষ  আমাকে বলতে চায়-
"ভাবনা ছাড়, পুরনো উৎসকে
কাজে লাগাও, হাঁট একটুখানি।
অভিজ্ঞতা তোমায় নিতেও পারে-
এক আলোকিত নতুন বছরে।
সৃষ্টি মাধুরীতে জীবনের শ্রেষ্ঠ
বছর রূপে আমি স্বীকৃতি চাই।"