কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাঁটবো বলে
একদিন পথে নামলাম। কাঁধ মেলে নি।
আঁকাবাঁকা পথে যদি চলতে পারতাম,
হয়তো পেতাম পছন্দসই নির্ধারণ।


ছেলেবেলা থেকেই কিছু ভ্রান্ত ধারণাতে
পদস্খলন,অকল্পনীয়!  জীবন নদী
সেটা মানতে পারেনি। বারবার বিচিত্র
গতিতে ভ্রমণ মনপথ স্তব্ধ করেছে।


প্রতিটা মনের একটি অস্তিত্ব রয়েছে,
সে ব্যাপারেতে তারা ভীষণ কঠোর।
তাই নরম পলিতে আছড়ে পরে ঢেউ,
নদী গতিপথ পাল্টায় নিজের মতোই।


মায়ার খেলায় শুধুই পরাজয় গ্লানি।
মুহূর্তমাত্র ভাবিনি সে ছিলো অহং বোধ!
আমাকে আরশি প্রকৃত রূপ দেখিয়েছে ,
খোলা পালে তরী শান্তি সমুদ্র থেকে দূরে।