ভোরের আলোতে জানালাতে
হাতের থেকে ছোলা খাওয়া,
টিয়াটাও বোঝে নির্ভয়তা।


মানুষ বিশ্বাসের নিশ্বাসে
আজ ভুলেছে মন চাওয়া,
দেখছে দুর্বলতার বার্তা।


এভাবে চলতি পথ ঘোরা
ক্ষত মনে হারিয়ে যাওয়া,
কেবলই দিয়েছে শূন্যতা।


পারেনি পৌঁছুতে, আলোময়
পথে। পূর্ণ গতিতে চলতে।
কুড়িয়েছে শুধুই হীনতা।


আর কতকাল মিছে ঘুরে
স্রোতের বীপরিতে বাওয়া,
সইতে পারবো জানিনা তা।


জানি না জীবন কবে তার
বঞ্চনার বন্দনা গাওয়া,
বন্ধ করে আনবে পূর্ণতা।


হয়তো বা সে দিন আসবে
যেদিন বিশ্বাসের হাওয়া,
মুছে দেবে মনের জীর্ণতা।


মুক্তশ্বাসে ভ্রমণ, গতিতে
পূন্যস্নান, হয়তো কখনো -
সুপ্ত মনে জাগাবে স্বচ্ছতা।