অমার আঁধারে আকাশ ভরা তারা-
হঠাৎই একটি খসে পড়ে।


এক নৈসর্গিক লয়ে মাত্রা কেঁপে যায়,
করুণ রাগিণীতে বেহালা বাদক।


হৈমন্তী পাতা ঝরা সারা শীত জুড়ে,
বসন্ত সময় পায় না থমকানোর।


তবু এলো,
রাঙালো মন শিমূল পলাশে,
দুরন্ত মন দুদিনের রং বাহার!


প্রতিটি সকাল বসে থাকতো প্রতীক্ষায়,
কতবার দেখা না দিয়েই চলে গেছে,
মিষ্টি ছোঁয়া রেখে গেছে যাবার সময়।


মুসাফির নজরে বন্দী মন,
দমকা বাতাস খুলতেই পারেনি কবাট,
তাই পরিনতি বিভীষিকাময়।
খসা তারা উল্কা হয়ে একবার জ্বলে,
সেই সমুদ্র অতলে।


জানি না সেই কী আমার পরাজয়!