ঘুড়ি আকাশেতে ছাদ মাটির উপর,
কখনোই কি একসাথে থাকা সম্ভব?
তবু বেয়াদব লাটাই কারও নয়!


মেয়েটা ভালই কিন্তু ছেলে ভালো নয়,
কখনোই কি একসাথে থাকা সম্ভব?
তবু বেয়াদব প্রেম বাঁধে দুজনাকে!


জলে মাছ আর তালগাছে চড়া গেছো,
কখনোই কি একসাথে থাকা সম্ভব?
তবুও বেয়াদব কৈ ডাক নিয়ে আসে!


বই থাকে পাঠাগারে পাঁঠা থাকে মাঠে,
কখনোই কি একসাথে থাকা সম্ভব?
তবু বেয়াদব পাঁঠা বই কেন ঘাঁটে?


মানুষের মন আর মনের মানুষ,
কখনোই কি একসাথে থাকা সম্ভব?
তবু বেয়াদব মন কব্জা করে রাখে !