মুক্তমঞ্চের কষ্টিপাথরে,
জহর নন্দিনীকে ভুলেও,
নিয়ম মতোই রঙ্গালয়ে-
রঙ্গরস উজাড় করেছে।


বাগিচায় বুলবুলি প্রাণ,
খাঁচাছাড়া জেনেও দেখেছি,
বিদ্রোহী কবি-লিখনী থেকে
গানেতে সুর ঝরিয়ে গেছে।


শারীরিক কষ্ট তুচ্ছ করে,
কবিগুরুর কলম থেকে,
প্রেম পর্যায়ের সেরা গান-
মনমতো সংগীতে সেজেছে।


তাই যদি এক শিল্পী আজ,
বর্ষার রাতে বসে তুলিতে -
বসন্তের কোনো ছবি আঁকে,
আমি কিন্তু অবাক হই না।


চেষ্টা করেও আমি পারি না।
আমার এ বর্ষায় থাকে না-
বসন্তের কোনো  মিষ্টি ছোঁয়া।
ক্লান্ত আমি, যদি জানতেম ....।