*ভয়ে ভয়েই আছি


পিঁপড়েরা রসদ মুখে প্যারেড করে যায়,
কেউ কি ফের বোলতার চাকে ঢিল মেরেছে?
শান্ত মৌমাছি উদ্গীরনেতে মধু ঢালছিল,
তারাও হিংস্র হয়ে ঘুরছে শত্রুর সন্ধানে।
একমাত্র খরগোশ নিশ্চিন্তেই মুখ গুঁজে,
ওরা যাদের দেখে না, তারাও ওকে দেখে না।
জানি না আমিও শত্রু শিবিরেতে আছি কিনা?
দেয়ালে পিঠ ঠেকিয়ে হতবাক বনে গেছি।
ত্রাণ কর্তারা ভাগাভাগি করে, কেউ আসে না।
তবু তারা নাকি ব্যস্ত সব ধরনী রক্ষাতে!
কেউ কেউ মসনদে বসে, আমাদের ভোটে।