জীবনের কিছু কথামালা হারিয়ে গিয়েছে,
যার মাঝে আজও আমি বন্দী হয়ে রয়েছি,
দোষ কার? খুঁজে বা বুঝে উঠতেই পারিনি,
শুধু নীরব ভালবাসার টানে নিঃস্ব আমি।


সেদিনও মনমুকুরে ডাক শুনেছিলাম,
সে আমায় ডাকছিল অজানা জগৎ হতে।
যেখানে ইথার দূর থেকে কথা হয়ে ভাসে,
বলেছিল, সম্পদ তোমার নিজে বুঝে নাও।


পারলাম কই? অজস্র মোহময়ী রূপের
ভীড় হতে আমি মোহিনীর দেখা পেলাম না
সে কি আমার ভুল? কথামালাও পারতো,
আমার কাছে এসে মন ছুঁতে একটি বার।


বাস্তবে তাও ঘটলো না। আজও খুঁজে যাই।
মনতারা যেখানে শুকতারা হয়ে অসীমে,
আর আমি রয়ে গেছি গহীন এ অন্ধকারে।
কেন চিনতে পারলাম না, জবাব মেলে নি।


ইথার সুর হয়তো কল্পনা সুরে মেলে না....