মাঠ জুড়ে আজ     গাছের বাহার
       বাঁদর কোথায় খেলবে?
ইঁদুর ইঁদুর         খেলা যে চলেছে
         সময় তো নেই ভাববে।


সবাইকে ফার্স্ট    হতে গেলে আর
          কখানা স্কুল দরকার,
কমিশন চলে          কমিশনে তাই
          উত্তর তার মেলা ভার।


বাঁদর থেকেই         মানুষ এসেছে
          ইঁদুরেরা বহু পিছিয়ে,
চলছে চলুক        বেশ তো চলছে
       কাজ কি এসব ঘাঁটিয়ে।


কোনো অনুভূতি      নেই ও মাথায়
                সহানুভূতি বহূদূর,
বাবাকে বা মাকে    চোটপাট করে
            আনন্দে মন ভরপুর।


এভাবে ক্রমশঃ     বাড়ছে বোঝাটা
                হূড়মুড়িয়েই পড়বে,
পড়ার আগেই           ভাবা দরকার
             কোন পথে আজ চলবে?


দূরেতে না রেখে     কবি, এসো আজ
               একবার পথে নামি,
গড়তে ও মন.          তোমার প্রেমের
            কাব্য যে খুব  দামী।


প্রেম খেলা খেলে       দুজনের মাঝে
          ওরা আজ ভুলে গেছে,
বিশ্বপ্রেমের এ           দরবারে আজ
            ওদেরও মূল্য আছে।