কে ডাকে আমারে...!


পাহাড়ে পূর্ণশশীর ঝলকে স্নিগ্ধতা-
কোমল কুয়াশার প্রবল ঝাপটাকে,
প্রত্যহ কত সহ্য করে, হিসেব মতো।


সাগরের নীল নীলিমায় বর্ণমালা-
কোন একটা ঝড়ের তাণ্ডবে হারায়,
যা কেবলমাত্র ভাসিয়ে দিতেই জানে।


আকাশে তারার ভীড় এড়িয়ে নিশ্চুপে -
ধূমকেতু ঘুরে ফিরে চলে অবিরত।
অবাক চোখে চেয়ে থাকি, ভীতি জাগ্রত।


বাতাস নির্মলতা জানে - দুষণে ক্ষতি!
নর সৃষ্ট।  তার তা বোঝার কথা নয়।
নিয়ম মতো তাই সে বয়ে চলে অবিরল।


আমার সকল প্রাপ্যই আমাকে রাখে -
আসামীদের মতো। শুধু জীবিত বলে!
জীবনের জয়ে আমি পরাস্ত সৈনিক।