ওরে মনরে            কেনো রে মোরে
          ভুলালি নিজের ঘর,
কিসের ঘোরে          মাতালি মোরে
           আপন হইলো পর?


তোরই লাগি               ঘরের চাবি
          হারায়ে, অনেক  ঘর,
পরের দাবী               আপন ভাবি
           নেইতো আপন পর।
যে পথ আছে           তোরই সাজে
            সেইতো মন নাগর,
আমার কাছে          মনে না বাজে
           আপনি কিংবা পর।।


যে শুকতারা                এ একতারা
            সেইতো মন বাসর,
ভবের ঘোরা                 অনল ধারা
            মেনেছি জীবন ভর।
ও মনমাঝি           আমি তো রাজি
         (এ) বৈঠারে নিতে তোর ,
হারলে বাজী             নই নিমরাজি
            রবো এ মাটির 'পর।।