সেটা ছিলো ভীষন একটা দুঃস্বপ্নের রাত।
অসংখ্য প্রজাপতি বাগানে উড়ে বেড়াচ্ছিল,
কিছুতেই তাদের কব্জা করতে পারছিনা,
আমায় দেখে যেন ওরা মজাই লুটছিলো।
রংবেরঙের বাহারি সাজ দেখে দেখে ক্লান্ত।
ওরা কি তবে দুর্বলতার কথাটা জেনেছে?


কানে ভেসে আসছিলো সেই  বাউলের কথা,
'গান গাই ভালো লাগে তাই ' আহা! কি মধুর।
কতই রঙ্গ দেখবি দুনিয়ায় ও ভাইরে...
সব দৃশ্য দেখছিলাম ছায়াছবির মত,
ধীরে ধীরে তাও মিলিয়ে গেলো, কোনো শূন্যেতে।
শুকনো গলায় ভিজে বিছানায় চুপচাপ।


স্বপ্নচারীর স্বপ্ন শেষ। কই প্রজাপতিরা!
বাউল একতারা কোথায় হারিয়ে গেল?
আমি ওদের সবাইকে নিয়ে থাকতে চাই,
কেন ওরা ধরা না দিয়ে ছিনিমিনি খেলছে?
ঘড়ির এলার্ম বাজে তাড়াতাড়ি উঠে পড়ি,
আজ অফিস বাস ধরতেই হবে, নো লেট।


উত্তরটা পেলাম বাসে বসে। ফালতু ছোটা।
বুঝি-ওরা অনেক গভীরে খেলা খেলে যায়।
নিজে ধরা না দিলে, সাধ্য কি আমি ধরি তাকে?
এবার থেকে চুপিচুপি অপেক্ষা করে যাবো,
ওরা আসুক না ওদের ইচ্ছে মতো সময়ে,
সত্যি! স্বপ্ন বাস্তব হয় প্রথম জানলাম।