শান্তির বাণীও আজ জ্বলন্ত পরিহাস!
অনেক দীর্ঘশ্বাসের জীবনটা জুড়ে জুড়ে,
সবে একটু স্বস্তি দানা বাধছিলো-
জোয়ান হয়েছে ছেলে!
শীতল পাহাড়চূড়ায় যাতায়াত নিত্য নিয়মিত।


লকডাউনের মাঝে ,
জোর কদমে চলছিল করোনার আতঙ্ক।
এর মধ্যেই উমপুন হানা দিয়ে ,
তার ভয়াবহ কাজগুলো শেষ করে গেছে।
তবুও জোয়ান ছেলের ছাউনিতে বেশ ছিলাম।


একবারও ভাবিনি,
ভিত যে কতটা আলগা হতে পারে!
করোনা ছড়িয়েও শান্তি হয়নি নরপশুদের,
তরতাজা ছেলেটাকেই নিয়ে নিলো-
ওর জীবনে এইসবে যখন বসন্ত আঁকছিলো...


বিশ্বে এরাও দেখি শান্তির বাণী ছড়ায়!!!
হায় ঈশ্বর! এদের তুমি ক্ষমা কোরো না যেন...


*****************************
*** লাদাখে মৃত একজন বাঙলার
জোয়ানের বিয়ের কথা চলছিলো।
তাঁর বাবার অনুভূতি।


*****************************