নয়ন তারা সূর্য ধারা
আশে হৃদয় কমল,
এক আকাশে দুই প্রকাশে
রাম ও কৃষ্ণ দখল।


দু'ঠাকুরের অবতারের
মিলন ভূমি তিনি,
বিশাল পুকুর প্রানের ঠাকুর
অতল নাহি চিনি।


নরেন যাঁর বিশ্ব প্রচার
উৎস তারও তুমি,
ওইতো মা যে তোমার সাজে
গড়েন সুত্র ভূমি।


জীবন ব্যাপি তোমায় জপি
আমার দিন কাটে,
বসন্তেরই সুর মাধুরী
সংসারের বাটে।


তোমার সরল ভাবের অতল
ভেবেই না পাই কূল,
বিশ্বজনা সরল মনা
খোঁজে ও চরণমূল।


*  আজ পরমহংসের তিরোধান দিবসে
আমার নিবেদন।
পানিহাটী, ১৬/০৮/২০