আমাকে ডুবতে দাও সাগর অতলে
মৌন তাপসের মত।  ডুবে একবার
মনিমুক্তা যত্নে রেখে, সাজাই পাহাড়;
আশীর্বাদে ধন্য করে  নাও পদতলে।
ভাষা রত্নখনি মাঝে মন চলে যায়।
দিশেহারা করিও-না, সন্তানেরে তুমি।
লক্ষ্য পূরণের বল দিও বঙ্গভুমি।
দীন আমি ! অলঙ্কার মিলবে কোথায়?


তারপর বেলা হলে  ফুল তুলে দেবো,
আসলে বিদায় লগ্ন যেতেই তো হবে।
কালের এ যাত্রাপথে নীরবতা  রবে,
খুশিমনে সে আসাও হাসিমুখে নেবো।
কণামাত্র থাকে যদি কিছু শ্রীচরণে,
তারি মাঝে রই যেন অন্তিম লগনে।