এখানে থাকবে বলে কেউ তো আসে না।
যাতায়াতের পথে বিশ্রাম, নয় কিছু মায়া।
বাজারে পন্যগুলো যেমন বেশ রং চড়িয়ে-
বেশ খানিকটা তেমনই বলা যেতে পারে।


চলতি পথে ছায়ার নজরে দাম কমবেশি ,
না বুঝে নিজেকে কখ‌নো দামি মনে ভাবি!
সেই তো খেলার শুরু গণ্ডির বেষ্টনী জুড়ে,
খুব কম লোকই নিয়মটা ভাঙ্গতে জানে।


কিছু কিছু অল্পকথার মানুষ কখ‌নো বা-
মহাপ্রাণের উজ্জ্বল সীমানায় চির অম্লান!
বাকি যারা, খসা তারার গতিতে দিকহারা।
কথা তো ছিলই "কেউ থাকার জন্যে নয়"।