মুকুল আজ দেখি শুকনো ডালে;
একগুচ্ছ ফুলে মধুপ এলে-


রূপকথা জগতে কবি যায়;
সোনার কাঠি রুপোর কাঠি,
মৃত্যুপুরীর দানব লাঠি,
যেতে যেতেই চলনও থমকায়!


কবিতা যেন ফুলের রেনু;
নির্মল শ্বাসে জীবন ভরায়,
রেনুকণাতে মন জুড়ায়,
ওই বাঁশি বাজায় রাধার কানু!


তখনও স্থলপদ্মের জলে,
অদম্য প্রেমের আগুন জ্বলে!