চরিত্র খোঁজায় একটা নেশা আছে


ফুল ঝরে গেলেও দেখি
চাঁপার গন্ধ কিন্তু অম্লানই থাকে
যেন চাঁপাডাঙার নতুন বৌটি!
গাছটা যদিও এখন কঙ্কালসার
তবুও মাঝে মাঝে ঠিক গন্ধ বিলোয়
বাঁচার তাগাদা তো শুধু নিজের জন্যে নয়,
পুষ্যি ছোটবড়..


একদিন সকালে হাসনাহেনা ফুটেছিলো
অগোছালো এই প্রাঙ্গনে আমার
তখনও কি বৃষ্টি হচ্ছিল
মনেও পড়েনা।
প্রাণভরে গন্ধ নিয়েছিলাম
বড় ইচ্ছে হলো ফুলদানিতে রাখি,
রাখলামও...


ভালোই লাগছিলো
শোভাও বাড়ছিল ঘরের কিছুটা
সহ্য হলো না
মধুকরের আনাগোনা শুরু হতেই
শুধুমাত্র প্রানে বাঁচবার জন্যে
ফুলদানি খালি করতেই হলো।
গল্প আর কাহিনী হলো না...


এভাবেই শুকিয়ে যায় নদীপথ সাগর না পেয়ে,
সব কথা কি আর ইতিহাস হয়...