রক্তিমাচ্ছাদনে ব্যস্ত হেরি পূর্বাকাশ।
দিবাকর নিদ্রাত্যাজি ভরি লহে শ্বাস,
মেলি দ্যুতি মাঙ্গলিক। ভৈরবী স্মরণে
খগকণ্ঠ মুক্তমনে কাকলী কূজনে,
রহি রহি কলধ্বনি। দূরে ভাগীরথী
বহমান - নিদ্রামগ্ন জনপদে সাথী
আনিবারে, কুলকুল ধারা অনিবার।
প্রভাতী বাতাস আজি যেন কর্ণধার।


রাখালিয়া বংশীধ্বনি বিচরে চারণে,
পুস্প সুশোভিত হেথা বিস্তৃত কাননে,
রক্তিমাভা ক্রমান্বয়ে নিমীলিত প্রায়,
দীপ্তি প্রকাশিতে ভানু স্বতঃমুর্ছনায়
জাগি উঠে। রবি বলে আপন বিশ্বাসে,
"দিবালোক থাক তব মুক্তির বিকাশে"।