একটা নিশ্চিত হাতই বাড়িয়েছিলাম
চলার কদমে অজস্র শব্দেরা নীরবে,
বিশ্বাস ছিলো চটুলতা তার জন্য নয়...


ফুল ফোটে,পাপড়ি মেলেই সুবাসিত
পুরুষও তা ছিঁড়তে চায় না কখনোই,
প্রতিশ্রুতি পেয়েছিলাম যে, হে পুরুষ...


পুরুষ শাহজাহান গোলাপের গোলাম,
আর তাইতো খুঁজে স্বার্থক হয়েছিলাম
চরণ বাড়িয়ে চলার ওই নীরব আশ্রয়...


ফুল ছেঁড়া! সে কাপুরুষেরই মনোভাব...