কবির যেমন বই ছিলো, কলম ছিলো,
তার সাথে ছিলো এক চিলতে বারান্দা।
পূবমুখো সে বারান্দায় রোদ্দুর খেলতো,
দিনের কাজের ফাঁকে ফাঁকে উঁকিঝুঁকি!
তবু রোদ্দুর চুরি গেল এক অমানিশায়।


এমন চুরি যে আগেও হয়নি, বলব না।
মাত্র কিছুদিন আগেই তো গ্রহণ গেলো,
কথায় বলে রাহুদশায় নাকি গ্রহণ লাগে,
দশা কাটে সময় মেপেই, আর তারপর!
আলো যেন ঠিকরে পড়ে সেই বারান্দায়।


নানা যুক্তি খাড়া যখন ছুটি চায় রোদ্দুর।
কখনো শীতকালীন কুয়াশার আধিক্যে!
কখ‌নোবা নিম্নচাপের জন্যে ঘন আঁধারে।
বাদুলে আবহাওয়ার দাপটেও রোদ চুরি!
মোটের ওপরে সবাই রোদ ফেরত দেয়।


এবারের ঘটনা বেশ কিছুটা আলাদাই।
এক চিলতে বারান্দা হতে রোদ্দুর চুরি!
ইজি চেয়ার, বই ,কলম সবাই  হাজির,
বিপর্যয়ের জন্যেই বন্ধ শুধু  সূর্যপ্রণাম,
রোদ্দুরের চুরি, নোবেলের মতই প্রায়।


আটতলা বাড়িটা বাসিন্দার অপেক্ষায়।