আকাশ বুকে         মনের সুখে
         উড়ছিল সেই পাখি,
তির বিঁধিয়ে       আনলো ভুঁয়ে
        নেই আর ডাকাডাকি।


খাঁচার কোণে    দিন সে গোনে
          রোজই টানে তারা,
সজল চোখে            দৃষ্টি রাখে
          মেঘেই ঢাকা ওরা।


স্বপ্ন দোলে             মুক্ত বোলে
       আকাশে খোঁজে ছিলো,
হিসেব ভুলে             গণ্ডগোলে
         সমাজে বলি হোলো।


ফোটার আগে    গোলাপ বাগে
         ফুলটা ঝরে গেলো,
বিচার শালা        বনলো কালা
           মুক্ত খুনী হলো।


মোমের আলো      বৃথাই গেলো
           লজ্জায় জনসভা,
উড়তে মানা          নেইতো দানা
            খাচ্ছে রক্তজবা।