মোবাইলে রিং টোনে
প্রেম যে প্রমাদ গোনে,
হৃদয়পুর নতুন কোনো
জাল আবারও বোনে।


পর্বতের পাখি এসে
কূলের গাছেতে বসে,
দুরন্ত নদীর স্রোতে
বিলকুল পার ধ্বসে।


সতেরোর মেয়ে চানে
জলের অনাবিল টানে,
কথায় উচ্ছ্বাস জাগে
মুক্তধারার ঝঞ্ঝা বানে।


ধোঁয়াহীন ও কয়লায়
টাকা তো শেষ পয়লায়,
চালেডালে বলো আর
কতোকাল বা চলা যায়?


পা রাখে তাই স্বপ্নশহরে,
ঘুরতে ঘুরতে রাত প্রহরে,
জীবনটা ভেসে যায় তার
পাঁকে পূর্ণ সুপ্ত নহরে।