একবার বর্ষাতে বসন্ত আঁকতে গেলাম,
ঋতুরঙ্গের জালে আমিও গোলাম!
নটরাজ নৃত্য মাঝে, মূল্যহীন আমি;
ইচ্ছেডানা বলেই কেবলমাত্র দামি।


রোজই দেখি ঋতুরাজ ছড়িটা ঘোরায়,
মনও ঠিকই ভার হয় মেঘলা হাওয়ায়।
ঝড় হলে আশঙ্কা, বৃষ্টিতে আনমনা,
বসন্ত দরজায় এলে আয়নায় বায়না।


ঋতুর পুতুল হয়ে করি নাচানাচি,
হঠাৎ আকাশ পাড়ি কিম্বা কাছাকা‌ছি!
এমনি ভাবেই চালটি চলে গুনগুনিয়ে,
পুতুল সেজে সর্বনাশেই তাল মিলিয়ে।