ওষুধ বিচার হয়-
মন মত রাংতায়,
কমদামি ওষুধে কি
চিকিচ্ছে সামলায়?


ডাক্তার বুঝে গেছে
রুগীদের দরকার,
সুন্দর মোড়কে যে
কমিশন মোটা তার।


কম্পোজিশন গুলো
কেউ কি নজরে আনে?
দুই গুন দামে তারা
একই ওষুধ কেনে।


'রোগটা গভীর কত'
খরচে তা বোঝা যায়,
কমদামি রোগ হলে
মুখই দেখানো দায়!


এমন বহু রুগীরা -
মরেও জ্যান্ত  আছে!
মানসিক রোগী নিয়ে,
ডাক্তার লাভে বাঁচে।


বোধ কিছু নেই বলে,
ব্যাবসাটা রমরমা ;
ডাক্তার দোকানির
দিব্যি  হচ্ছে জমা।