শুঁয়াপোকা বেশ ছিলো
ভয় পেতো সক্কলে,
প্রজাপতি হয়ে সেও
নিদারুণ মুশকিলে।


কেউ ভাবে তার মত
ডানা মেলে উড়বে,
কেউ ভাবে মজা ভারি
ওকে ধরে দেখবে।


রঙে রাঙা মন নিয়ে
কারো শাড়ি ধরলে,
কুমারীর মন বলে
"এ কি তুমি করলে?"


আজ সে যে নব বধূ
মাথা গুজে সংসার,
সবটা মায়ার খেলা
প্রজাপতি ব্রহ্মার।


যামিনী পোহালে পরে
এক সাথে মিলবে,
জীবন ধারার গতি
স্থিতিশীল চলবে।