কেনারাম কথা কেনে
               বেচারাম বেচে,
সেই কথা রাখে কেনা
              মানুষের কাছে।


লোকেরা বাহরে বাঃ
                কিছুদিন নাচে.
বেচারাম নুয়ে পড়ে
             বিলাসিতা মাঝে।


কেনা বেশ লাভ করে
           কাঁড়ি কাঁড়ি টাকা,
বেচারাম সুনামের
           পিছু পিছু একা।


ভাব আসে ব্যথা নিয়ে  
              আপন খেয়ালে,
মনমতো  লেখাগুলো
                বন্দী দেয়ালে!


চাহিদা মাফিক লেখা!
               কলম অবাক,
হুশহারা লেখাগুলো
                 হয় হতবাক।


ধীরে ধীরে মাথা নিয়ে
          কাটাকুটি খেলে ,
বোঝার আগেই বেচা
           মরণের কোলে।


কেনারাম সুখে বাঁচে
             বেচারাম মরে,
কাক এসে ভীড় করে
            দাঁড়কাক দূরে!