রাস্তা ছিলো, দুপাশেতে ছিলো জঞ্জাল,
শুকনো ছিলো ভরাযৌবনে ছেঁড়া তার,
অভাব ছিলো কেবলই কিছুটা বৃষ্টিজল,
গরম কাটিয়ে হঠাৎই এলো ঝড় বাহার,
বৃষ্টি পরশ পেয়েই হলো সমুদ্রে উচ্ছ্বাস ...


কখনো সবুজ জল ছেড়ে আরো ভিতরে,
কখনো শান বাঁধানো জলার ধারে ধারে,
কখনও বা জোলো রাস্তায় দুপাশ জুড়ে,
গজালো শেওলা খানিকটা অবাক করে,
ভরদুপুরে রোদে ছিলো যারা হাঁসফাস...


সেদিনতো ছোটাছুটি ছিলো খেলাঘরে,
কিন্তু এখন! সবুজ ওসব শেওলাগুলো,
ইচ্ছেমতো ধস অচিরেই নামাতে পারে।
ওদের গড়া পথ বা মত তো পিচ্ছিলও,
সবুজ বলেই ওদেরও দারুণ আগ্রাস...