একছিল সাদা রঙা বাঘ
গায়ে তার কালো কালো দাগ।
বিদেশ বিভুঁই ঘুরে শেষে
থমকালো এই জু'য়ে এসে।।
বন্ধু রোজই বহু পায়,
তবু কেন রাগে গজরায়?


'ও মামা!  আয় না তুই কাছে,
তোর সাথে বহু কথা আছে।
দুষ্টুমি করবি না মোটে
কি বললি? বড় ভুখ পেটে!
মন দিয়ে খা মাংস মেটে
তুষ্ট থাক যতটুকু জোটে।


বেশি খেয়ে মেদ যদি বাড়ে
ওরে বোকা, চলবি কি করে?
না চললে, জ্বালাতন সয়ে
কষ্ট পেয়ে থাকবি কি চেয়ে?
আসছে বছরে ফের এলে
দেখি যেন - দিব্যি চোখ মেলে,
আবার বলিস তোর কথা
এখন যা, বকিস নে যা তা।