মোটে তো কয়েকটা ঘন্টা,
স্বেচ্ছা নির্বাসনে কাটিয়ে দেওয়া,
এমন কী আর কঠিন?


অপরিচিত আর অজ্ঞাত,
কতই না মূহুর্তের বিলোপন নিয়ে,
বেশ তো মানিয়ে-
পল পল পলকে ভরানো জীবন এখনো...


ধরে নাও না কেন,
তার থে‌কে কিছুটা হারিয়ে গেছে,
কোন এক বিস্মৃতির আঁধারে!
শুধু মাত্র নিজেরই জন্যে আর কেন...


এখন পৃথিবীও  জেনো,
অজান্তেই ডাকছে তোমায়,
বেশ কিছুটা অন্তরালে থেকেই...


একবারের জন্যে এতটুকু সদ্ভাবনা,
এমন কী আর বেশি ...