ছাতা সারে লোকটি।
লাল নীল সবুজ হলুদ
সংখ্যায় কমই,
কিছু তরতাজা কখনো সখনো-
বৃষ্টি ভেজার আনন্দে!
কালো শুধুই কালোর মেলা...


আর সেই কালোর থেকে
নিজেকে আলাদা করতে,
পথ খুবই ঘোলাটে।
মাথা বাঁচানোর জন্য,
তার নিজের ছাতা খুলেও
জল আটকায় না এতটুকু ...


এটাকে সারাবার মানুষ,
ও পায়নি আজীবন খুঁজে বা
ঝড় জল ডিঙিয়েও।
তবুও এক‌টা মাত্র শান্তি
ব্যবসাটা ওর স্বাধীন!
মানে, স্বাধীনতার অংশ তো বটেই ...


*** দ্বিতীয় সংকলন