ফুলফোটা কোন বাজীর খেলা নয়
কোনো আওয়াজও হয় না কখনো
শুধু কিছু কম্পণ যা ছুঁতে চায় মন...


কে কোথায় দাঁড়িয়ে কেউ দেখেনা
যদিনা কেউ কোন অসু‌বিধায় পড়ে,
বিপদ এলেই ছুতো খুঁজে লেগপুল...


গোপন কথার পচাগন্ধ চাপা যায়না
বিচার বাণীর চাবুকে, তাও একদিন
শবদেহ যেন ফুলেফেঁপে এককাণ্ড...


অধ্যায়টাও মেলানো হয় তাপ্পি দিয়ে
নয় যুধিষ্ঠির জন্মাতো ঠিক ঘরে ঘরে,
বা সব রঙ মিলে সাদাই হয়ে যেতো...