কলুর বলদ ঠুঁলির আড়ালে,
নজর কিভা‌বে রাখবে?
চক্ষু কর্ণ জ্বলে দাবানলে,
সমস্যাতেই বাঁচবে!


ব্যস্ততা নিয়ে ভোগান্তি হলে,
কেইবা কতটা ভাববে?
নীরবে পাহাড় পার হয়ে গেলে,
স্মরণে কে আর রাখবে?


এটাই এখন খুড়োর নতুন,
কলের হদিশ মর্তে।
অন্ধের মত নেহাত করুণ,
জীবন এগোয় শর্তে।।