মাঝেমাঝেই পশ্চিমাকাশ লাল খোঁজে,
কিছু না জানা বৃদ্ধরাও এর মূল্য বোঝে।
পিঁপড়েরা আগেভাগে রসদ তুলতে থাকে,
মধুকোষ চুরি যায়, শূন্যতা মধুহীন চাকে।
থমথমে মেঘলা হাওয়া, ভয়াবহ বেহুঁশ,
কেউ নড়ে না একটু, গাছ কিংবা মানুষ।
দূর থে‌কে কুকুরের একটানা চিৎকারে,
কান্নার সুরে ভয়ঙ্কর সংবাদ তুলে  ধরে...


প্রকৃতি অনবরত প্রকাশ্যে বলে যায় কথা,
বহুবারই দূত মারফত জানায় সাবধানতা।
পোকামাকড়েরা ইচ্ছে মতো উড়ে যায়,
কিন্তু তবু সমযে সাবধান হই কোথায়?
ইন্দ্রের বজ্র অনর্গল, ঝড়ে চালাও ওড়ে,
যুদ্ধকালীন পরিস্থিতি অন্তরে অন্তরে।  
তারও আগে গরম বলে, সে পরিনত,
তবুও বিপদ না মেনেই চলা অব্যাহত ...


মুখ থুবড়ে একাধিক আক্রমণ সইতে হয়,
একটানা ঝড়ঝাপটা,বাদল, তুফান বয়।
বেশ কয়েকদিন চলমান অস্থিরতার স্মরণ,
স্থিতিশীল হয় আবার, আবারও অভিনন্দন...