এখনো রক্তে বেশ তো অল্প নেশা
লিখছি পড়ছি  চলছেও মেলামেশা
উথালপাথাল মনেতে পাগল দোলা
কাঙ্গাল মন ওই দুনয়নে পথভোলা
কবিতা পাতায়  পেরিয়ে যায় বেলা
কাগুজে  বাঘের  উপদ্রবের  খেলা।


গৃহ  নিপুনার   কপাল   মন্দ  বলে
অবিবেচকের  ঘরেই   যাঁতা  কলে
মধু  বচনেরা   স্বপ্ন  হওয়াই  বেশ
হারায় না  বা  রাখে না কোন রেশ
শব্দেরা যতো ভীড় ক'রে পারঘাটে
চলে তা যাবেই ময়নামতীর  হাটে।


সুতোটা  লম্বা  তবুও  মধ্যে   গিঁট
গিঁটগুলো  যেন  পুরোটাই কংক্রিট
জীবন  তবুও  সুতোর  প্রান্তে বাঁধা
চড়া  গলাতে   গীতগোবিন্দ  সাধা
গদ্যময়    জীবনেতে     হাতছানি
সমান্তরালটা  ভালো বলেই মানি।