জানি তুমি কোনো শ্রেয়সী নও,
নও কোনো অপ্সরীও,
কিন্তু!
তুমি তো কাঁদতে জানো,
বুকচাপা কান্না।
যেমনটি জানে
আমার ভালোবাসাও।


দু এক‌টি নয়ন ঝরা মৌক্তিকা এনে,
অসুন্দর ও মুখেই তাকে
না হয় আশ্রয় দিও,
আর উৎপলাক্ষী!
পারলে তাকে রেখো আপন যতনে...


দেখো,
তা হারিয়ে না যায়,
কোনোভাবেই
ওই নীল নীলাঞ্জনে ...