পাহাড় যেন         বলছে,"শোনো,
        যেও না তুমি ওপারে,
কিসের বাধা?       এ কোন ব্যথা?
         বুঝিয়ে বল সবারে!"


ঢেউ আর ঢেউ       ব'লে কি কেউ
       দাঁড়িয়ে থাকে  কিনারে?
বলে সাগর,         " পাওনা তোর
        মিটিয়ে দেব এবারে!"


আকাশ চায়         নীল নীলিমায়
         হারাতে সেই সুদূরে,
বলছে, "দেখো,     দূরেই থেকো,
        ছুঁয়োনা যেন আমারে।"


জগৎ জুড়ে,          আলোয় ভরে,
       সবার কাছে রয়েছো,
শঙ্কা তবু                 পরান প্রভু
       হয়তো সরে গিয়েছো।