ঘোষিবে  না শঙ্খ আর কলমে বিদ্রোহ,
জাগতিক  মায়া ত্যাজি আর তার স্নেহ
ঝরিবে  না  কোনদিন! অনাথের  নাথ
সেজে,আগুনের খেলা রেখেছিলে সাথ।
আজ মুক্ত অবশেষে চিরশান্তি  কোলে
তোমার  তরু ছায়ায় সবুজেরা দোলে,
দিয়েছ  অনেক  রত্ন!  কত  আর বুঝি
মোহমুগ্ধ  হয়ে তাই  তোমারেই খুঁজি।


শঙ্খচূড়ে   শেষমেষ  করোনা  ছোবল,
নিয়ে  গেল কবিপ্রেম, ভাঙে মনোবল;
এ  কোন দণ্ডে  দণ্ডিত করিলে সবারে,
হাহাকার   শূন্যতায়  প্রতিধ্বনি ফেরে।
যেখানেই থাকো কবি শান্তি যেন পাও,
প্রার্থনা  গীতিতে যেন  ভরে তব নাও।