চলে দেখি আকছার
যতো সব অবিচার,
কেইবা আর প্রতিবাদ করছে?
এক দফা ইস্যু নিয়ে
লোকেরা চমকে গিয়ে,
গোপনেতে সাপলুডু খেলছে!


এক পাও এগোলেই
কাছা ধরে টানবেই,
কেলেঙ্কারি যে গাঁট বেঁধে!
যদি খোঁজে সেলটার
পথ নেই পালাবার,
বিষফোঁড়া বাড়ে যেন গোদে!


দুদিকের দুই সভা
এক বাঘ দুই থাবা,
মিলেমিশে এক হয়ে আছে,
যারা আজ খাবি খায়
থাকে নাকো ভাবনায়,
মাঝারির দলে সব বাঁচে।


কতদিন এই ভাবে
রাতদিন বদলাবে,
বলো আর কবে লোক জাগবে?
ঝড়ের তাণ্ডবেতে
সব হাত একহাতে,
হাতধরে রাঙাভোর আনবে!!!