ভোর না হতে তোমার সাথে
              খেলা শুরুর প্রাতে,
বুঝতে পারি জীবন পথে
               চড়তে হবেই রথে।


অত্তগুলো ঘোড়ায় টানা
            সাজানো রথ দেখে,
ভুলেই যাই সব ভাবনা
               সেই মুহুর্ত থে‌কে।


মানুষ আমি  ছাপোষা বটে
             দৌড়ঝাঁপেতে নাই,
ভোর আকাশে গঙ্গা তটে ,
                সূর্য প্রণামে যাই।


'সব স্বপ্ন - বললে হেসে।'
               ভাল্লাগেনা আর,
রইনু বসে ভিখারি বেশে,
            হারিয়ে চমৎকার।