থরে থরে সাজানো কার্তুজও শেষ
যুদ্ধের ঘেরাটোপে শুধু আমি একা
অনেক চেনামুখই রক্তে মাখামাখি
এখনো বেয়নেটগুলো শক্ত হাতেই
দু'একজন আত্মরক্ষার্থেই পলাতক -
যাবার আগে অযাচিত যুক্তি দিয়ে...


সূর্যের ঢল নেমেছে দিগন্ত রেখায়।
চারপাশেই শত্রুপক্ষের হৈ হুল্লোড়
জয়ডঙ্কা বাজাটা হয়তো প্রতীক্ষিত
অথচ রণক্ষেত্রে সেই একা একাই!
ওরা কিন্তু কোনো আঘাত করেনি
তবে কি তথ্য দিতে অস্ত্র হতে হবে...


রাত্রি আগত, তাঁবুতে অল্প আলো
অন্ধকারেই করলাম আত্মসমর্পন!
পরাভূত চোখের স্বপ্ন হয়েছে লাল,
তাবুর বাইরে প্রহরী বেষ্টিত কোণে
অপলক দৃষ্টি ওই নীহারিকা পুঞ্জে।
নয়া কুঞ্জ খুঁজতে ব্যস্ত আবারো বা....