সর্বংসহা


-সুমিত্র দত্ত রায়


ছন্নছাড়া জীবনজুড়ে ঘটনার আধিক্যে,
প্রশস্তজমি অনাবাদি, হোক কিছু ফলন!
একটুখানি কর্ষণেই বহু  মুখ প্রত্যক্ষ্যে,
জমিন বেশ উর্বর বলে নানান আলোড়ন।


সাগরের মাঝ বরাবর নিম্নচাপ জেগে যায়,
তখনো কূল শান্ত সমাহিত, মিটিমিটি হাসে!
শক্তি বাড়িয়ে নিয়ে ক্রমান্বয়ে ঝাঁপ দেয়,
উর্বরতা ভেসে যায় প্লাবনে, তোড়ও আসে।


যৌবন হারিয়ে আবার শীর্ণ ঝড়তুফান।
শান্ত সমুদ্রও কিন্তু কখনো দুর্বল নয়!
অবিরল লহর সমৃদ্ধ, সবই অমোঘ টান,
সর্বংসহা ধরিত্রীর এই তো মূল পরিচয়।


(অন্ত্যমিল সহ)


******************************


সর্বংসহা


-সুমিত্র দত্ত রায়


জীবন যতই ছন্নছাড়া হোক, ঘটনা অনেক।
বহু অনাবাদি জমিই পতিত, ফলন অভাবে,
সামান্য কর্ষনেই যার হাজারো মুখের ভীড়!
অনেক উর্বর জমিও আলোড়নের প্রত্যাশী।


সাগরে মাঝ বরাবর নিম্নচাপ আনাগোনা,
তখনো কূল শান্তসমাহিত, পদাঙ্ক প্রচুর ...
শক্তি বাড়িয়ে একসময় দেয় মরণ কামড়,
সব উর্বরতাই দিশেহারা স্রোতে ভাসমান।  


যৌবন যায়, শীর্ণকায় ঝড়বাদলও লুপ্তপ্রায়,
সমুদ্র শান্ত নয় বলে, সে বল জোগাড় করে,
কিন্তু ধরনী! সব আঘাত সামলেও নিরুত্তাপ,
এটাই তো সর্বংসহা ধরিত্রীর আসল পরিচয়।


(অন্ত্যমিল ছাড়া)