জানলা খোলা      সকাল বেলা
        আলো দেয় রবিকর,
সুজন আমার     নিষেধ পাহাড়
        পেরিয়ে হাতটা ধর।


চল চলে যাই     নদীতে হারাই
         বসি ও ঘাটের পার,
ঘরোয়া বাতিক   বললে খানিক
          কমবে মনের ভার।


চৈতি কাননে        কুহুর কুজনে
          চলছে সুরেলা তান,
যাবেনা বিফলে  এ সাতসকালে
         ভোরের আলোর দান।