শিশু পায় পরিচয়ে বাবা, মার কাছ হতে ,
সৎমা চেনায় সমাজ, আলোচনা স্রোতে ।  
টিউব বেবি! পিতা কে? পরীক্ষাগার জানে,
পথশিশু জীবনের খুঁজেই পায় না মানে।


গঙ্গা মা,পদ্মা মা,আলাদা করেও-খুঁজি!
বিশ্বমায়ের ধারণা, আসেনা সোজাসুজি।
কর্ণের জীবন পেতে - কিইবা আছে বাঁধা?
মিছেই কৃষ্ণ নাম, যদি না বুঝি যশোদা?


সত্যের সন্ধানে সত্যকাম ফিরে এলে ,
মা যবালার কান্না, বন্ধ করব হেসেখেলে।
নিত্য কিছুই নয়, জগতের এ খেলাঘর ,
কর্মফল সঙ্গী তাই, খুঁজোনা আপন-পর।