পিঁপড়েরা কিন্তু ঠিক তাদের কাজ করেই চলে,
ডানা মেলে ওরা তৈরি হযে আছে জীবনদানে,
সংগ্রহশালায় রসদ নিয়ে আসে সব দলে দলে,
তাও প্রাণভরা জলের সাড়া নেই কোনোখানে?


কুয়েতে বিশ্বসেরা উষ্ণতা - আটই জুন, উনিশ,
তেষট্টি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, দাঁড়ি টানে।
দহনজ্বালা পৃথিবীর বুকে শুধুই ক্ষতের মালিশ,
মরুভূমির জ্বলন ঘরে ঘরে মরীচিকার দহনে।


একমাত্র মানুষই শুধু ছাদ ফুটো করেও দেখি,
বৃষ্টির কামনা করছে! ভাবছে না তাপ বাড়বে,
পৃথিবীর "ওজোন" হালতে,সব হিসেবই ফাঁকি।
ভগবান সেজে আরামের বদলে - দিন গুনবে।