কিছু কিছু ক্ষত প্রলেপ থেকে দুরেই
পূর্ণ জোছনায় চাতক জল না পেয়ে,
দিশেহারা।


পেঁয়াজকুচি জমিয়ে জল কেন বাঁধো
ছেড়ে দাও একরাশ স্বচ্ছ ধোঁয়া নভে,
যেতে দাও।


দক ঘুর্ণিপাকে কতটুকুই বা যাবে?
অবয়বজুড়ে কাদায় যে মাখামাখি,
ক্ষান্ত হও।


পথিক নজরে যাযাবর মন ছেড়ে
প্রান্ত হতে প্রান্তরে অবলীলায়,
ছুটে যাও।


ইতিহাস খুঁড়ে দেখ নেই সুখস্মৃতি
টুকরো টুকরো কাব্য ছড়িয়ে আবারো,
চোখে ঘুম।


যতদিন গুহাচিত্র হয়ে বেঁচেছিলে
হিংসার দাবানল ছুঁতেই পার নি,
এতটুকু।


আজ তবে কেন পারছো না ডুব দিতে?
হয়তো এখনো খুঁজে পেয়ে যেতে পারো,
তোমাকেই!


এটাই শ্রেষ্ঠ ও শেষ আবিষ্কার।