সজীব কুঁড়ি          দিচ্ছে তুড়ি
       বিবেক বুদ্ধি অজানা,
জারিজুরি            পথের নুড়ি
       গতি স্থিতির নিশানা!


নদীর চড়া              ভাঙ্গাগড়া
      কান্না হাসির বিলাপে,
দুঃখে ভরা           সুখের ঘড়া
    আঁধার আলোর আলাপে।


নৌকা ভাসে         বর্ষা আসে
    জোয়ার দুকূল ছাপিয়ে,
করুণ ত্রাসে       দয়াল হাসে
     ভাটির টানেই ঝাঁপিয়ে।